পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

কথোপকথন ১

#তোমার প্রতীক্ষায় একএকটি সেকেন্ড যেন মহাকাল। দূর থেকে নীল শাড়িতে যখন তোমার আগমনী রঙ বিচ্ছুরিত হলো মনে হলো তোমার শাড়ির আঁচলে বাঁধা আছে মুক্ত নীলাম্বর

-তুমি কি সব সময় এভাবেই ভাব?প্রতীক্ষা অনেক সহজ বুঝি। নাহ বিশ্বাস হলনা অন্যকিছু বল। 

# চোখ মেলে দেখো। তোমার দীর্ঘ অনুপস্থিতিতে নাকের পাশ থেকে অক্সিজেন সরে যায়। তোমার চোখের গহীনে খুঁজে পাই প্রেমের বৈকুণ্ঠ। তুমি হয়তো আমায় কবিই ভেবেছ প্রেমিক নয় ।তোমার নীরবতা শুধু নৈঃশব্দ্যই নয় , নৈরাশ্যও প্রকট করে।

-সত্যিই তাই। যে কবিতায় স্বপ্ন আসে যে স্বপ্ন আনে, তাকে তো কবিই বলা যায়। হে কবি, প্রনয়ে নয় কবিতায় বেচে থাকো বৈকুন্ঠের অবগাহনে, না হয় আড়ি পাতা হল কবিতার কথায়। আমি নীরব নই। আমি উপেক্ষিত। সময় যেখানে স্রোতবন্ধ আমার পূর্ণতা সেখানে শুন্য আমি আমা দ্বারাই উপেক্ষিত। কিন্তু, তাই বলে তোমার কবিতা নৈর্বেদ্য নয়। তার অবগাহনে হারিয়ে যেতে চাই। সন্ধ্যার ধূপছায়ায় যখন ক্লান্তি আনে সত্যি বলছি প্রেম নয় তোমার কবিতাতেই খুঁজি আমার আশ্রয়। 

# অথচ প্রেমিকের মধ্যে কবি থাকে। আমি তোমার নিস্তরঙ্গ নীরবতায় উচ্ছ্বাসের ঢেউ তোলার কারিগর হতে চেয়েছি। আমার কবিতা নৈবেদ্য নয়, স্বার্থপর। তুমিহীন আমার শব্দরা জড়, বড়ই ক্লান্তির। তুমিহীন ছন্দরা ভ্রান্তির। আমি প্রেমের স্বরূপে তোমায় খুঁজি। আকাশের গভীর নীলের ভেতর পেজো মেঘের মত আমার তোমার প্রেমময় উপস্থিতি আমার চিত্তের গভীরে। তুমিই শব্দ, তুমিই অব্দ, তুমিহীন সব নিস্তব্ধ । মৃত্তিকা!আমার স্পন্দনকে উপলব্ধি করো।